ইনজেকশন দিয়ে স্বামীকে খুনের চেষ্টা, গ্রেফতার স্ত্রী
আনন্দবাজার | ১৭ জুলাই ২০২৫
স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নৈহাটি পুরসভার রাজবন্দিগড় এলাকায়। ধৃতের নাম রনিতা চট্টোপাধ্যায়। বুধবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশি হেফাজত দেন বিচারক।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যাচ্ছিল না রাজবন্দিগড় এলাকার বাসিন্দা দেবেশ চট্টোপাধ্যায়ের। শেষে আত্মীয় ও পড়শিদের সন্দেহ হওয়ায় তাঁরা জোর করে দেবেশদের বাড়িতে ঢোকেন। দেখা যায়, বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি। দেবেশের অভিযোগ, তাঁকে ইনজেকশন দিয়ে খুনের চেষ্টা করেছেন তাঁর স্ত্রী। দেবেশের এক আত্মীয় স্বপ্না চক্রবর্তী বলেন, ‘‘দীর্ঘদিন ধরে শুনছিলাম, দেবেশকে ওর স্ত্রী ঘর থেকে বেরোতে দেয় না। ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। জোর করে ওদের বাড়িতে ঢুকে দেখি, দেবেশ অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে আছে। এর পরেই পুরো ঘটনা কাউন্সিলরকে জানাই।’’
দেবেশের অভিযোগ, ‘‘ডাক্তার দেখিয়ে সুস্থ হচ্ছিলাম, আবার কিছু দিন পরেই অসুস্থ হয়ে পড়ছিলাম। তখনও বুঝিনি, আমার স্ত্রী খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে নিস্তেজ করে দিচ্ছিল। শেষ কয়েক দিন বিছানা থেকে উঠতেই পারছিলাম না। এরই মধ্যে সোমবার রাতে স্ত্রী হঠাৎ ইনজেকশন দিল। তার পরেই জ্বালায় ছটফট করতে করতে জ্ঞান হারাই।’’
রনিতা পুলিশের কাছে দাবি করেছে, ‘‘দেবেশ ঘুমোচ্ছিল আর ভুল বকছিল। তাই ওষুধের দোকান থেকে শুনে ইনজেকশন এনে দিয়েছি। ইনজেকশনের নাম বলতে পারব না। চিকিৎসকেরপরামর্শ ছাড়া ইনজেকশন দেওয়া আমার ভুল হয়েছে।’’ ধৃতকে জেরা করে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।