পার্থের জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি জয়মাল্য বাগচী, সুপ্রিম কোর্টের অন্য বেঞ্চে হবে শুনানি
আনন্দবাজার | ১৭ জুলাই ২০২৫
রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা ছেড়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। বিচারপতি কান্ত জানান, অন্য কোনও বেঞ্চে ওই মামলার শুনানি হবে। বিচারপতি বাগচী ওই মামলাটি শুনতে রাজি না-হওয়ায় বেঞ্চ বদল হচ্ছে। প্রসঙ্গত, একই বেঞ্চের অন্তর্ভুক্ত কোনও এক জন বিচারপতি নির্দিষ্ট মামলা শুনতে না-চাইলে নতুন বেঞ্চে যায় সেই মামলা।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। জামিন চেয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এর পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেন। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি কান্ত এবং বিচারপতি বাগচীর বেঞ্চে। বিচারপতি বাগচী জানান, এই মামলাটি তিনি শুনবেন না।
মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা মনে করছেন, কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের মামলা শুনেছিলেন বিচারপতি বাগচী। ফলে তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে। তাই মামলাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।