মিছিলের দু’প্রান্তে রইল দুই ‘চিত্র’, শুরুতে কলেজ স্ট্রিটের ফ্লেক্সে নেত্রী মমতার ছবি, শেষে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চের পটভূমি ছবিহীন
আনন্দবাজার | ১৭ জুলাই ২০২৫
বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে বুধবার বৃষ্টিতে ভিজে পাশাপাশি মিছিলে হাঁটলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরু এবং শেষে শহরের দু’প্রান্তে দুই ‘চিত্র’ দেখা গেল তৃণমূলের মঞ্চে। মিছিল শুরু হয়েছিল কলেজ স্ট্রিটে। সেই কলেজ স্ট্রিটে মিছিল শুরুর জন্য যে ছোট মঞ্চ তৈরি হয়েছিল, তার পটভূমির ফ্লেক্সে রইল দলের সর্বময় নেত্রী মমতারই ছবি। কিন্তু মিছিল শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চ রইল ছবিহীন।
মঙ্গলবার আনন্দবাজার ডট কম-এই প্রথম লেখা হয়েছিল, ফ্লেক্সের প্রথম নকশা এবং তা ছাপানো ঘিরে তৃণমূলের অন্দরে দোলাচল তৈরি হয়েছিল। সর্বোচ্চ নেত্রী মমতার ছবি ছাড়া তৃণমূলের কোনও কর্মসূচি কবে হয়েছে, তা অনেক বর্ষীয়ান নেতাও মনে করে বলতে পারছিলেন না। তবে পরের একটি নকশায় মমতার ছবি নিয়ে আসা হয়েছিল। মিছিলের সময় দেখা গেল দু’টি নকশাই রইল। একটি শুরুতে। একটি শেষে। তবে বুধবারের কর্মসূচিতে ছবির থেকেও বড় হয়ে উঠল বিষয়— বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। তা নিয়েই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা। প্রসঙ্গত, ধর্মতলায় মিছিলের শেষে শুধু মমতাই বক্তৃতা করেছেন।
বুধবার মিছিল শুরু জন্য কলেজ স্কোয়্যারের মূল ফটকের ঠিক ডান দিকে তৈরি হয়েছিল ছোট মঞ্চ। সেই মঞ্চের পটভূমিতে লেখা ছিল ‘ভিন্রাজ্যে বাংলাভাষীদের ওপর বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা-বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে মহামিছিল’। তাতে জায়গা পেয়েছে মমতার মাইক্রোফোন হাতে নেওয়া একটি ছবি। তবে প্রতিবাদ সভামঞ্চের পটভূমি ছবিহীনই থেকেছে। যা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। রাজনৈতিক মহলের সন্দিগ্ধেরা নানা ভাবে এই দুই ছবিকে ব্যাখ্যা করলেও তৃণমূলের অনেকের বক্তব্য, এর মধ্যে ‘অন্য কিছু’ খুঁজতে যাওয়া অর্থহীন। প্রথম সারির নেতাদের অনেকেরই বক্তব্য, যা হয়েছে সবটাই সর্বোচ্চ নেতৃত্বের বোঝাপড়ার ভিত্তিতেই হয়েছে।
প্রসঙ্গত, ডোরিনা ক্রসিংয়ের মঞ্চের পটভূমিতে যে ফ্লেক্স বুধবার দেখা গিয়েছে, মঙ্গলবার সকালে সেই নকশাই ছাপানোর জন্য উত্তর কলকাতার নেতাদের কাছে গিয়েছিল। কিন্তু তা নিয়ে মতানৈক্য তৈরি হয়েছিল বলে তৃণমূল সূত্রে জানা যায়। যদিও শাসকদলের অনেকের বক্তব্য, সেই মতানৈক্য ছিল নিচুতলায়। উচ্চ স্তরে সে সব কিছুই ছিল না। পরে আরও একটি নকশাও পেয়েছিলেন উত্তর কলকাতার নেতারা। যাতে প্রতিবাদ সভার ফ্লেক্সে মমতার ছবি ছিল। যদিও শেষ পর্যন্ত ছবিহীন ফ্লেক্সই জায়গা পেয়েছে প্রতিবাদ সভার মঞ্চে। মিছিল শুরুর স্থানের ছোট মঞ্চে থেকেছে মমতার ছবি। তবে ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ ছবিহীন থাকলেও আশপাশ ভরে গিয়েছিল মমতা এবং অভিষেকের ছবিতে।