• ২১শের আগে মিছিলের পথ সারাতে পুরসভাকে চিঠি পুলিশের
    আনন্দবাজার | ১৭ জুলাই ২০২৫
  • ভাঙাচোরা রাস্তায় ২১ জুলাইয়ের মিছিলের গতি থমকে যাওয়ার আশঙ্কা! তাই মিছিল যে পথ ধরে যাবে, সেই সব রাস্তা সারানোর জন্য কলকাতা পুরসভাকে চিঠি দিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। রাস্তার নাম ধরে ধরে, ছবি দিয়ে, কোন রাস্তায় কী মেরামতির প্রয়োজন, তারও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। পুরসভা বৃষ্টি কমলে রাস্তা ঠিক করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে।

    প্রতি বছর ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় সভা করে তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশে যোগ দিতে জেলা, শহরতলি থেকে হাজার হাজার দলীয় কর্মী-সমর্থক ধর্মতলায় আসেন। শহরতলি এবং জেলার কর্মীদের একটি বড় অংশ ধর্মতলায় আসতে মূলত রেলপথ বেছে নেন। শিয়ালদহ বা হাওড়া স্টেশনে নেমে এর পরে ছোট-বড় মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দেন তাঁরা। ফলে, প্রতি বছর ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে হাওড়া এবং শিয়ালদহের সঙ্গে ধর্মতলার সংযোগকারী রাস্তাগুলিতে মিছিলের চাপ থাকে। এ বছরও একই রকম আশঙ্কা থাকছে। তাই মিছিল আসার পথ মসৃণ করতে রাস্তা সারাইয়ে জোর দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

    কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, জওহরলাল নেহরু রোড, আর আর অ্যাভিনিউ, ক্যাথিড্রাল রোড, এক্সাইড মোড়, মিডলটন স্ট্রিটের বিভিন্ন অংশ ঠিক করার কথা বলা হয়েছে ওই চিঠিতে। এই রাস্তাগুলির কোথাও তৈরি হয়েছে গর্ত, কোথাও আবার রাস্তার বড় অংশের অবস্থা বেহাল।

    গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাগুলির অবস্থা আরও শোচনীয় হয়ে গিয়েছে। ফলে, সেই সব রাস্তায় মিছিলের চাপ বাড়লে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে পুরসভার ডিজি-কে (রাস্তা) চিঠি দেওয়া হয়।

    কলকাতা পুরসভা সূত্রের খবর, কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে চিঠি পেয়ে ইতিমধ্যেই রাস্তাগুলি পরিদর্শন করেছেন পুর ইঞ্জিনিয়ারেরা। কোথায় কী ধরনের কাজের প্রয়োজন, তা-ও খতিয়ে দেখা হয়েছে বলে খবর। দ্রুত সেই কাজ শুরু করা হবে। পুরসভার এক কর্তার কথায়, ‘‘যে হেতু এখন নিয়মিত বৃষ্টি হচ্ছে, তাই রাস্তার কাজ করা অসুবিধাজনক। বৃষ্টি কমলে সমাবেশের আগেই রাস্তা মেরামতির কাজ শেষ করে দেওয়া হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)