• বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বিধাননগর, রাজারহাটে
    আনন্দবাজার | ১৭ জুলাই ২০২৫
  • বর্ষার আগে থেকেই সমস্যা ছিল। তবে, টানা বৃষ্টি শুরু হতেই সেই সমস্যা এক লাফে বেড়ে গিয়েছে কয়েক গুণ। খারাপ রাস্তার হাল আরও খারাপ হয়েছে। বড় বড় গর্তে জল জমে রাস্তা হয়ে উঠেছে আরও বিপজ্জনক। বর্ষার আগে কিছু রাস্তায় মেরামতি হলেও কাজ শেষ হয়নি সব জায়গায়। ফলে রাস্তার হাল কবে ফিরবে, উত্তর নেই মানুষের কাছে। বিভিন্ন জায়গার মতো এই সমস্যা রয়েছে বিধাননগর পুরসভার একাধিক অংশেও। এর ফলে বাসিন্দাদের ক্ষোভের তির ধেয়ে যাচ্ছে পুরসভার দিকে।

    বিধাননগর পুর এলাকার একাধিক অংশে রাস্তার বেহাল দশা নিয়ে আগেও সরব হয়েছেন বাসিন্দারা। কেষ্টপুর এবং শুলংগুড়ি কলোনি এলাকায় অবরোধও হয়েছে। এর আগে বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডল জানিয়েছিলে, সল্টলেকের মূল রাস্তাগুলির অধিকাংশই সংস্কার করা হয়েছে। বর্ষায় যে সব জায়গায় খানাখন্দ হয়েছে, সেগুলি মেরামত করা হবে। যদিও বাসিন্দাদের অভিযোগ, কেষ্টপুরে জলের পাইপলাইনের কাজ শুরু হওয়ায় বেড়েছে দুর্ভোগ।

    বিধাননগর পুরসভা সংলগ্ন রাজারহাট পঞ্চায়েত এলাকার একাংশের বাসিন্দাদেরও রাস্তা নিয়ে একই অভিযোগ। বর্ষায় এমনিতেই রাস্তা কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে রয়েছে। তার উপরে বিপদ বাড়াচ্ছে ছোট-বড় অজস্র গর্ত। তারুলিয়া ফার্স্ট লেন থেকে চণ্ডীবেড়িয়া সেতু, শুলংগুড়ি হাইস্কুল থেকে ৭সি ওয়াটার ফ্যাক্টরি পর্যন্ত রাস্তার শোচনীয় দশা। স্থানীয় এক বাসিন্দা দিলীপ মণ্ডলের কথায়, ‘‘রাস্তা না পুকুর, বোঝা দায়। অন্তত চলাচলের যোগ্য করে না তুললে যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটবে।’’

    পুরকর্তাদের একাংশের কথায়, রাস্তা ও নিকাশির কাজ চলছে সেখানে। পর্যায়ক্রমে সব রাস্তাই মেরামত করা হবে। তবে বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরেই রাস্তার বেহাল দশা। প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ হচ্ছে না।
  • Link to this news (আনন্দবাজার)