• বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি স্বরূপনগরে
    আনন্দবাজার | ১৭ জুলাই ২০২৫
  • ভেঙে পড়ল স্বরূপনগরের টিপি গ্রামের বাঁশের সাঁকো। মঙ্গলবার এই ঘটনার জেরে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ।

    স্বরূপনগরে ইছামতীর এক দিকে তিনটি এবং অন্য দিকে সাতটি পঞ্চায়েত। চারঘাট ও শাঁড়াপুল নির্মাণ পঞ্চায়েতের মাঝে টিপির ঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার নিত্যযাত্রী এবং স্কুলপড়ুয়া যাতায়াত করেন। কৃষিজীবীরা ফসল নিয়ে হাটে-বাজারে যান। স্থানীয়দের দাবি ছিল, বাঁশের সাঁকোর পরিবর্তে কংক্রিটের সেতু করা হোক। তাঁদের অভিযোগ, ভোটের সময়ে প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি। দুর্বল সাঁকোর ভরসাতেই চলছিল পারাপার।

    গত কয়েক দিনের বৃষ্টির ফলে এলাকার বিভিন্ন খালবিলে যে সব কচুরি পানা ছিল, সেগুলি ভেসে ইছামতী নদীতে জমা হতে শুরু করে। সাঁকোর উপরেও কচুরিপানার চাপ পড়ে। বিপদ আশঙ্কা করে নদীতে নেমে কচুরিপানা সরাতে শুরু করেন স্থানীয় মানুষ।

    তবে শেষরক্ষা হয়নি। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ দুর্বল বাঁশের সাঁকো ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দা পরেশ মণ্ডল, প্রতিমা দোলুই, পরান বৈদ্যেরা বলেন, ‘‘এত দিন জীবন হাতে নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করতে বাধ্য হতাম। এ বার সেটাও ভাঙল। আমাদের কংক্রিটের সেতু চাই।’’ ব্লক প্রশাসনের পক্ষে বলা হয়েছে, সংশ্লিষ্ট দফতরকে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। চারঘাট পঞ্চায়েতের প্রধান টুম্পা সর্দার বলেন, ‘‘সাঁকো ভেঙে যাওয়ায় এখন গ্রামের মানুষকে প্রায় ৩০ কিলোমিটার ঘুরপথে থানা, ব্লক অফিস-সহ অন্যান্য জায়গায় যেতে হবে। আমাদের পক্ষে ব্লক আধিকারিককে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)