আদালতের নির্দেশ মেনে মামলাকারী পরিচালকদের সঙ্গে বৈঠকে বসলেন তথ্য-সংস্কৃতি দফতরের সচিব
আনন্দবাজার | ১৭ জুলাই ২০২৫
হাই কোর্টের নির্দেশ মেনে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, বুধবার বিকেলে রবীন্দ্রসদনে রাজ্যর তথ্য-সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু মুখোমুখি বৈঠক করলেন ১১ জন পরিচালকের সঙ্গে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সুব্রত সেন, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, পরমব্রত চট্টোপাধ্যায়, কিংশুক দে, বিদুলা ভট্টাচাৰ্য-সহ মামলাকারী পরিচালকেরা। অনুপস্থিত অনির্বাণ ভট্টাচাৰ্য। পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়, তিনি বিশেষ কারণে এই মুহূর্তে বিদেশে। উপস্থিত সংবাদমাধ্যমকে তাঁরা জানান, এত দিনে কোর্টের নির্দেশ পালন করা হল। তাঁরা এই পদক্ষেপকে ‘ইতিবাচক’ হিসাবেই দেখছেন।
খবর, এ দিনের বৈঠকে আসার কথা ছিল ফেডারেশন স্বরূপ বিশ্বাসেরও। তিনি যথারীতি অনুপস্থিত।
কী সিদ্ধান্ত গৃহীত হল এ দিনের বৈঠকে? সুদেষ্ণা, ইন্দ্রনীল, পরমব্রত বলেন, ‘‘আজ কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ আমাদের বক্তব্য শুনলেন মাননীয় সচিব। আমাদের বক্তব্যের উপরে তিনি খসড়া তৈরি করে জমা দেবেন আদালতে। বাকিটা বিচারকের হাতে।’’ তাই ফেডারেশন সভাপতির অনুপস্থিতি তাঁরা আমল দিতে রাজি নন।
মামলাকারী পরিচালকদের পরবর্তী পদক্ষেপ কী? প্রত্যেকের মত, পরের শুনানি ২৩ জুলাই। তাঁরা ওই দিনের দিকে তাকিয়ে। ইতিমধ্যেই ফেডারেশন সভাপতির বিরাগভাজন হওয়ায় তিন মাস ধরে কাজ নেই অনির্বাণের হাতে। পরমব্রতও কি একই সমস্যার মুখোমুখি? প্রযোজক-পরিচালক-অভিনেতার দাবি, তিনি এখনও কাজ শুরু করেননি। ফলে, তাঁর সঙ্গে কী হবে বুঝতে পারছেন না।