• ডার্বির তিন দিন আগে কালীঘাট মিলন সংঘকে হারাল মোহনবাগান, আত্মবিশ্বাস বাড়ল সবুজ-মেরুনের
    আনন্দবাজার | ১৭ জুলাই ২০২৫
  • সামনেই কলকাতা ডার্বি। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল মোহনবাগান। বুধবার কল্যাণীর মাঠেই কালীঘাট মিলন সংঘকে ২-১ গোলে হারাল মোহনবাগান। এই জয়ের পর পয়েন্ট তালিকায় প্রথম তিনে ঢুকে পড়ল সবুজ-মেরুন।

    খেলার শুরু থেকেই আক্রমণে ওঠে মোহনবাগান। ৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। এগিয়ে যাওয়ার পর আরও আক্রমণাত্মক ফুটবল শুরু করে মোহনবাগান। যদিও ১৮ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরান কালীঘাটের সুরজিৎ হালদার। গোলের পর খেলায় ফেরে কালীঘাট। বলের দখল রাখতে শুরু করে তারা।

    প্রথমার্ধে কালীঘাটের নাসিরুদ্দিন মোল্লা ভাল ফুটবল খেলেন। বিরতির আগে আবার মোহনবাগানকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন পরিবর্ত হিসাবে নামা গোগোচা। কিন্তু গোল করতে পারেননি তিনি। ফলে ১-১ বিরতিতে যায় দু’দল।

    দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। ৫৫ মিনিটে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি টংসিন। তবে ৬৪ মিনিটে ভুল করেননি করণ রাই। গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন তিনি। আর ম্যাচে ফিরতে পারেনি কালীঘাট। ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে বাগান।

    এই জয়ের পর পয়েন্ট তালিকায় তিন নম্বরে মোহনবাগান। তাদের পয়েন্ট ৫ ম্যাচে ১০। লিগের শুরুটা হার দিয়ে হয়েছিল তাদের। কিন্তু পরের চারটে ম্যাচের মধ্যে তিনটে জিতেছে তারা। গত ম্যাচে ড্রয়ের পর জয়ে ফিরেছে সবুজ-মেরুন। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পাঠচক্র। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুরুচি সংঘ। ইস্টবেঙ্গল রয়েছে ৮ নম্বরে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫। লিগের প্রথম ম্যাচে ৭ গোলে জিতেছিল তারা। কিন্তু তার পর খেই হারিয়েছে লাল-হলুদ। পরের তিনটে ম্যাচের মধ্যে দুটো ড্র হয়েছে। একটা হেরেছে ইস্টবেঙ্গল। এ বার সামনে ডার্বি। শনিবার কলকাতা লিগে মুখোমুখি দুই প্রধান।
  • Link to this news (আনন্দবাজার)