সংবাদদাতা, শিলিগুড়ি: কুকুরে খুবলে খাচ্ছে মৃতদেহ! এমনই অমানবিক কাণ্ড ঘটার অভিযোগ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সকলের নজরে আসে।সূত্রের খবর, অঙ্কোলজি বিভাগের করিডোরের সামনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়েছিল। দাবি করা হচ্ছে, একটি কুকুর দেহের একটি পা খুবলে খাচ্ছিল। এ খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক তৎপরতায় মৃতদেহটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও এ ব্যাপারে হাসপাতালের তরফে কোনও অধিকারিক মুখ খুলতে চাইছেন না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেডিক্যাল কলেজের বিভিন্ন জায়গায় অনেক ভবঘুরে শুয়ে থাকেন। এরকমই কোনও অসুস্থ ভবঘুরের মৃতদেহ এটি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।