মহিলার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ, পলাতক অভিযুক্ত প্রতিবেশী যুবক
বর্তমান | ১৭ জুলাই ২০২৫
সংবাদদাতা, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার গাঙ্গেড্ডা গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। এক মহিলার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। জখম অবস্থায় ওই মহিলাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই মহিলা পুকুর ঘাটে বাসন ধোওয়ার সময় অতর্কিতে পিছন থেকে এসে ওই প্রতিবেশী যুবক গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেয়। যার জেরে ব্যাপক জখম হন আক্রান্ত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্ত যুবকের সঙ্গে ওই মহিলার কোনও সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস। তবে অভিযুক্ত যুবক পলাতক।