• ভিড়ের চাপ কমাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় আরও ৫ লোকাল ট্রেন, জেনে নিন সময়সূচি
    প্রতিদিন | ১৭ জুলাই ২০২৫
  • সুব্রত বিশ্বাস: প্রতিদিন লোকাল ট্রেনে বাড়ছে ভিড়। কার্যত বাদুরঝোড়া হয়ে গন্তব্যে পৌঁছতে হয় নিত্যযাত্রীরা। সেই কারণে সম্প্রতি শিয়ালদহ শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাড়িয়েছে রেল। এবার ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চালানো হবে অতিরিক্ত আরও ৫ টি ট্রেন, এমনটাই রেল সূত্রে খবর।

    রেল সূত্রে খবর, যাত্রী সমস্যার কথা ভেবেই ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। ভোর ৫ টায় সোনারপুর থেকে ছাড়বে একটি ডায়মন্ড হারবার লোকাল। যা গন্তব্যে পৌঁছবে ৬ টা বেজে ৫ মিনিটে। ডায়মন্ড হারবার থেকে চলবে একটি বালিগঞ্জ লোকাল। এটি ডায়মন্ড হারবার ছাড়বে সকাল ৬.৩০ টায়। বালিগঞ্জ পৌঁছবে ৭টা বেজে ৫৬ মিনিটে। বারাসত থেকে ছাড়বে বসিরহাট লোকাল, সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে। পৌঁছবে সাড়ে সাতটায়। বসিরহাট থেকে ৭ বেজে ৩৫ মিনিটে ছাড়বে আরেকটি ট্রেন। যেটি যাবে বারাসত পর্যন্ত।

    প্রসঙ্গত, দিন কয়েক আগে সময় বদল করা হয়েছে একটি পুরনো লোকাল ট্রেনের। ৩৪৮৮২ নম্বর সোনারপুর-ডায়মন্ডহারবার লোকাল ট্রেনটি এখন থেকে ১০ মিনিট আগে ছাড়ছে। আগে ট্রেনটি ছাড়ত ৪ টে বেজে ৫০ মিনিটে। এখন তা ছাড়বে ৪টা ৪০ মিনিটে এবং ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৫টা ৪৫ মিনিটে (আগে পৌঁছত ৫.৫৫ মিনিটে)।
  • Link to this news (প্রতিদিন)