• ‘অবৈধ’ কলসেন্টারে এসব কী হত! গ্রেফতার ১০, বাজেয়াপ্ত আপত্তিকর নথি
    হিন্দুস্তান টাইমস | ১৭ জুলাই ২০২৫
  • অবৈধ কলসেন্টার চালানোর অভিযোগ। ফের বড় অভিযানে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সব মিলিয়ে ১০জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। একাধিক আপত্তিকর জিনিসপত্রও বাজেয়াপ্তও করেছে পুলিশ।

    কলকাতা পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ভোররাতে অভিযান চালায়। এরপরই পর্দাফাঁস হয় গোটা ঘটনার। পুলিশ ইতিমধ্য়েই ওই কলসেন্টারটি সিল করে দিয়েছে। তারা ঠিক কী ধরনের কাজকর্ম চালাতো তা পুলিশ খতিয়ে দেখছে।

    কলকাতা পুলিশ জানিয়েছে, 'বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা ১৭.০৭.২০২৫ তারিখ ভোর ৩:৪০ মিনিটে এক সফল অভিযান চালান। এই অভিযান কড়েয়া থানার অন্তর্গত ৩বি, চামরু খানসামা লেন-এর ৪র্থ তলায় স্থানীয় পুলিশের সহযোগিতায় পরিচালিত হয়।

    অভিযানে ১০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যারা ওই স্থান থেকে একটি অবৈধ কল সেন্টার পরিচালনা করছিল। তল্লাশির ফলে ৬টি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন, ২টি রাউটার এবং একাধিক আপত্তিকর নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে উক্ত স্থানটি সিল করে দেওয়া হয়েছে।'

    পুলিশ ইতিমধ্যেই ওই কলসেন্টার থেকে একাধিক আপত্তিকর নথি উদ্ধার করেছে। পুলিশ সেগুলি খতিয়ে দেখছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)