• মানিকচকের হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু, পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ১৭ জুলাই ২০২৫
  • মালদার মানিকচকের বেসরকারি আবাসিক স্কুলের হস্টেল ঘর থেকে ছাত্রদের উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনায় প্রথম থেকেই ছেলেকে খুনের দাবি করে আসছিলেন ওই ছাত্রের বাবা। এবার এই ঘটনায় নাবালক ছাত্রের দেহের পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কল্যাণী এইমস হাসপাতালে।


    গত ২ জুলাই অষ্টম শ্রেণির ছাত্র শ্রীকান্ত মণ্ডলের রহস্যজনক মৃত্যু হয়। মৃত ছাত্রের পরিবার প্রথম থেকেই আত্মহত্যার দাবি মানতে নারাজ। বরং তারা সরাসরি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ জানায় পুলিশের কাছে। সেই অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি ময়নাতদন্তের ওপর সন্দেহ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে নতুন করে তদন্তের আর্জি জানায় তারা। সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত বুধবার পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয় বলে জানান ছাত্রের পরিবারের আইনজীবী অভিজিৎ মিশ্র। ঘটনার সূত্রপাত ২ জুলাই। মানিকচকের এক বেসরকারি আবাসিক স্কুলের হস্টেল ঘর থেকে উদ্ধার হয় শ্রীকান্ত মণ্ডলের ঝুলন্ত দেহ। স্কুল কর্তৃপক্ষ দাবি করে, ছেলেটি আত্মহত্যা করেছে। কিন্তু সেই দাবি বিশ্বাস করতে পারেননি শ্রীকান্তের বাবা প্রেমকুমার মণ্ডল। তাঁর অভিযোগ, ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং তাঁর ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

    প্রথম দফায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টে উল্লেখ করা হয়, এটি আত্মহত্যা। কিন্তু সেই রিপোর্টে অসঙ্গতি রয়েছে বলে দাবি করে পরিবার। তারা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন জানায় হাইকোর্টে। আর সেই আবেদন গ্রহণ করেই আদালত এই নির্দেশ দেয়।

    উল্লেখ্য, এই ঘটনার আরও একটি করুণ দিক হল গত ১৪ দিন ধরে মৃত কিশোরের পরিবার শেষকৃত্য করেনি। বরং বাড়িতেই তৈরি করা হয়েছে একটি বিশেষ ফ্রিজিং ব্যবস্থাপনা, যেখানে রাখা হয়েছে শ্রীকান্তের মরদেহ। পরিবারের একটাই দাবি, ছেলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসুক। আর সেই অপেক্ষার শেষ হতে পারে এই নতুন ময়নাতদন্তের ফলেই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)