• পোড়া মুখ, শরীরে কাপড় নেই, অজ্ঞাতপরিচয় যুবকের দেহ পড়ে মাঠের মাঝে
    এই সময় | ১৭ জুলাই ২০২৫
  • পোড়া মুখ, গলায় ধারাল অস্ত্রের কোপ, শরীরে নেই পোশাক। উত্তর দিনাজপুরে কানকি ফাঁড়ি এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কানকি পুলিশ ফাঁড়ির অন্তর্গত নাজিরপুর গ্রামে একটি জলাজমিতে বৃহস্পতিবার ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

    স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকা একেবারেই শান্তিপূর্ণ। এই ঘটনায় তাঁরা স্তম্ভিত। দিলীপ ব্যাপারী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সকালে শুনলাম এখানে একটা দেহ পড়ে আছে। এসে দেখি একদমই কম বয়সি ছেলে। পুলিশকেও জানানো হয়েছে। তবে দেহ চেনা যাচ্ছে না। মনে হচ্ছে নৃশংস ভাবে মেরেছে। পুড়িয়ে দিয়েছে, হাত ভাঙা, গলার নলি কাটা। এ রকম ঘটনা আগে কখনও এই এলাকাই ঘটেনি।’

    মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। এ বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস বলেন, ‘একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)