• ক্রমশ চওড়া হচ্ছে ফাটল, দুর্গাপুুরে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ!
    প্রতিদিন | ১৮ জুলাই ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকবেন দিলীপ ঘোষ? গত কয়েকদিন ধরে চর্চায় এই একটাই বিষয়। দিলীপ নিজেও জানিয়েছিলেন কর্মী হিসেবে তিনি যাবেন। কিন্তু সভার কয়েকঘণ্টা আগে জানা যাচ্ছে অন্য তথ্য। প্রাক্তন বিজেপি সাংসদের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, মোদির সভায় থাকবেন না দিলীপ। কিন্তু কেন?বঙ্গ বিজেপি আমন্ত্রণ না করাটাই কারণ? নাকি অভিমানেই এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। তবে বিজেপি নেতা নিজে একথা এখনও জানাননি। 

    আগামিকাল, ১৮ জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভার দিনক্ষণ ঘোষণা দুর্গাপুরের সভায় দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। পরবর্তীতে জানা যায়, দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। তখন জানা গিয়েছিল, ১৭ তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ। কিন্তু পরবর্তীতে দিলীপ ঘোষ দাবি করেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরই তিনি দাবি করেন, কর্মীরা তাঁকে চান। তাই মোদির সভায় কর্মীদের মাঝেই তিনি থাকবেন।

    কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গেল, কলকাতাতেই রয়েছেন তিনি। আগামিকালের সভায় কর্মীদের মাঝেও দেখা যাবে না তাঁকে। কারণ না জানা গেলেও এতেই স্পষ্ট যে, বঙ্গ বিজেপির ফাটল চওড়া হচ্ছে ক্রমশ। তবে এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বঙ্গ বিজেপির নেতারা।    
  • Link to this news (প্রতিদিন)