তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচির ফেক্স ছেঁড়ার অভিযোগ উঠল হাওড়ার শিবপুরে। আরও অভিযোগ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে যে ফ্লেক্স বসানো হয়েছিল, সেগুলিই মূলত ছেঁড়া হয়েছে। তাতে ছবি ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের একাংশের অভিযোগ, ওই এলাকায় রাজ্যের মন্ত্রী অরূপ রায় যে সব ব্যানার, ফ্লেক্স বসিয়েছিলেন, সেগুলি অক্ষত রয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
আগামী ২১ জুলাই ধর্মতলায় রয়েছে তৃণমূলের শহিদ সমাবেশ। এই উপলক্ষে হাওড়ার বিভিন্ন জায়গায় চলছে বৈঠক, মিছিল। পাশাপাশি, বসানো হচ্ছে ব্যানার, ফ্লেক্স। মধ্য হাওড়ার শিবপুরের জগৎ ব্যানার্জি রোড এবং ফোরশোর রোডে মমতার ছবি দেওয়া বহু ফ্লেক্স লাগানো হয়েছে। সৌজন্যে মন্ত্রী অরূপ এবং তৃণমূল নেতা রাজীব। তাঁদের নামও লেখা রয়েছে ফ্লেক্সে। অভিযোগ, রাজীবের নাম লেখা অনেকগুলো ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজীব। এর পর ফের তিনি তৃণমূলে যোগ দেন। হাওড়া জেলা পরিষদের মেন্টর করা হয় তাঁকে। তৃণমূলের একটি সূত্র বলছে, এই বিষয়টিকে ভাল চোখে দেখেননি জেলার রাজীব-বিরোধী কয়েক জন নেতা। প্রশ্ন উঠছে, ২১ জুলাইয়ের কর্মসূচির ফ্লেক্স ছিঁড়ে দেওয়া কি গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ? যদিও তা মানতে নারাজ রাজীব এবং অরূপ দু’জনেই। বিরোধীদের উপর দোষ চাপিয়ে দু’জনেই জানান, পুলিশকে বলা হয়েছে দোষীদের খুঁজে বার করতে। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, ‘‘এটা কোনও বিরোধীদের কাজ নয়। এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব।’’