পথ দুর্ঘটনা কমাতে উদ্যোগ, ৮০টি সিসি ক্যামেরা বসছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে
বর্তমান | ১৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কল্যাণী এক্সপ্রেসওয়েতে রোজই কোনও না কোনও দুর্ঘটনা ঘটছে। এই রাস্তায় দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য আশিটি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বারাকপুর পুলিস কমিশনারেট। বিশেষ করে ওয়্যারলেস মোড় থেকে কাঁপা মোড় পর্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে সিসি ক্যামেরাগুলি বসানো হবে। সেগুলি নবনির্মিত সিপি অফিস থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, কল্যাণী এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতির মধ্যেই গাড়ি চালাতে হবে। কোনও গাড়ি নির্ধারিত গতির থেকে বেশি গতিতে চলছে কি না, তা ধরার জন্য বসানো হয়েছে স্পিড লেজার গান। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছ’লেনে সম্প্রসারিত হওয়ার পর এই রাস্তায় গাড়ির গতি ও সংখ্যা বেড়েছে। পাশাপাশি দুর্ঘটনাও বেড়েছে। এহেন পরিস্থিতিতে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য ব্যারাকপুর পুলিস কমিশনারেট ঘোষণা করেছিল, এই রাস্তায় স্পিড লেজার গান বসানো হবে। সেই মতো বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই এক্সপ্রেসওয়ের উপর পাঁচটি জায়গায় এই স্পিড লেজার গান দিয়েই গাড়ির উপর নজরদারি শুরু হয়েছে। পণ্যবাহী বড় ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার রাখা হয়েছে। চারচাকার ছোট ও যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রেই এই গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার। এর বেশি গতিতে গাড়ি ছুটলে তা লেজার গানে ধরা পড়বে। গাড়ির চালকের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে গাড়ির মালিককে। এর ফলে দুর্ঘটনা অনেকটা কমবে বলে আশাবাদী পুলিস কমিশনার মুরলীধর শর্মা। তিনি বলেন, সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, বাসুদেবপুর মোড় সহ কয়েকটি জায়গা দুর্ঘটনাপ্রবণ। সেই সব জায়গায় আরও বেশি করে সাইনেজ, সিসি ক্যামেরা এবং স্পিড লেজার গান বসানো হচ্ছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণই আমাদের লক্ষ্য। -নিজস্ব চিত্র