নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদহ দক্ষিণ শাখায় মগরাহাট স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ের লোহার পোল ভেঙে বিপত্তি। বৃহস্পতিবার সকালে ঘটেছে এই ঘটনা। যার জেরে যান চলাচল বিঘ্নিত হয়। রেললাইন পার করতে সমস্যায় পড়েন গাড়ির চালকরা। দেখা দেয় যানজট। লোহার ওই পোলটি একদম গোড়া থেকে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এদিকে, রেলকর্মীরা ভাঙা পোলটিকে কিছুটা উঁচু করে তুলে রাখার ব্যবস্থা করলে কিছু ছোট গাড়ি পারাপার করতে পারে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, কোনও ব্যক্তি বা গাড়ির উপর পোলটি ভেঙে পড়লে বড় অঘটন ঘটে যেতে পারতো। ঘটনার পর রেলের পক্ষ থেকে ভেঙে যাওয়া পোল মেরামত করার কাজ শুরু হয়। দুপুরের পর সেটি ঠিক হয়ে যায়। রেলের শিয়ালদহ ডিভিশনের এক আধিকারিক বলেন, একটা দুর্ঘটনা ঘটেছে। তাতে কিছুটা সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। পরে দ্রুত তা সরিয়ে দেওয়া হয়।