• জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার যুবক
    বর্তমান | ১৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সুন্দরবন পুলিস জেলার সাইবার ক্রাইম ব্রাঞ্চ। ধৃত যুবকের নাম দিলীপ মণ্ডল। বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গ্যাসের ভর্তুকির টাকা ফেরত দেওয়ার জন্য কুলপির এক বাসিন্দার মোবাইলে ফোন এসেছিল। এরপর তাঁকে অনলাইনে ১০ টাকা পাঠানো হয়। পাশাপাশি বলা হয়, ভর্তুকির টাকা নিতে গেলে আধার নম্বর সহ বিভিন্ন তথ্য দিতে হবে। তিনি সেগুলি দিয়ে দেন। এমনকী মোবাইলে কয়েকটি ‘ওটিপি’ আসে। সেই ওটিপিও তিনি প্রতারককে জানিয়ে দেন। পরে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে দেখেন, ৪৬ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

    তখনই তিনি সুন্দরবন পুলিস জেলার সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে বুধবার রাতে হিঙ্গলগঞ্জ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে একটি বড় গ্যাং যুক্ত রয়েছে।
  • Link to this news (বর্তমান)