• ভাঙড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইকচালকের, ফলতায় ঝোপে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস
    বর্তমান | ১৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একটি সাইকেল ভ্যানকে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়লেন বাইকচালক ও আরোহী। এই দুর্ঘটনায় বাইকচালক অমিত মনি (২৭)-র মৃত্যু হয়। বাইকচালকের সঙ্গী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। ভ্যানের চালকও পড়ে গিয়ে আহত হন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঘটকপুকুর-সোনারপুর রোডে, শকুন্তলা বেগরপাড়া এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহতদের নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে পুলিস। অন্যদিকে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি যাত্রীবোঝাই বাস। বৃহস্পতিবার দুপুরে ফলতার দোস্তিপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে ঝোপের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁদের বের করে আনা হয়। পরে ডায়মন্ডহারবার ট্রাফিক বিভাগের পুলিসকর্তারা দুর্ঘটনাস্থলে যান। 

    এরপর বাসটিকে ক্রেনের সাহায্যে বের করে নিয়ে আসা হয়। ট্র্যাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই এলাকাটি দুর্ঘটনা-প্রবণ হিসেবে চিহ্নিত। 

    সেখানে রাস্তায় ক্র্যাশ ব্যারিয়ার বসানোর প্রস্তাব পাঠানো হয়েছে জেলায়। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে দোস্তিপুরের কাছে ফতেপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায় নয়ানজুলিতে। ঘটনায় একজনের মৃত্যু হয়। 

     দোস্তিপুরের কাছে ঝোপের মধ্যে ঢুকে পড়ল বাস।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)