• নারীপাচারের অভিযোগ, বারাকপুর থেকে গ্রেপ্তার কোর্টের কর্মচারী সহ ২
    বর্তমান | ১৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নারীপাচার, মহিলাদের ধর্মান্তর করা এবং তাঁদের জোর করে দেহ ব্যবসায় নামানো। এমন অভিযোগে আদালতের এক কর্মীসহ দু’জনকে বারাকপুর থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের পুলিস। ধৃতদের মধ্যে শেখর রায় ওরফে হাসান আলি নামে একজন আগে বারাকপুর আদালতের কর্মী ছিলেন। বর্তমানে তিনি বারাসত আদালতে কর্মরত। অপর ধৃতের নাম হৃদ বণিক ওরফে মহম্মদ ইব্রাহিম। শেখরের বাড়ি বারাকপুর সদরবাজার বাকরা মহলে এবং হৃদ মণিরামপুর মিস্ত্রিঘাট এলাকার বাসিন্দা। বারাকপুর আদালত থেকে তাঁদের ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশের আগ্রায় নিয়ে যাওয়া হয়েছে। এদিন বারাকপুর আদালতের বিচারক আফসান নওয়াজ ওয়ারসির এজলাসে তোলা হয় দুজনকে। জানা গিয়েছে, এনিয়ে তীব্র বাদানুবাদ চলতে থাকে। তারপর ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করেন বিচারক। -ধৃত শেখর রায়।
  • Link to this news (বর্তমান)