• বেহাল রাস্তা নিয়ে নাকাল হাটগাছার মানুষ
    বর্তমান | ১৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তা যেন ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। সেই জল পার করে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয়। রোজ দুর্ভোগে পড়ছে তারা। ভাঙড় ২ ব্লকের বামনঘাটা পঞ্চায়েতের হাটগাছা এলাকায় এমনই অবস্থা হয়ে রয়েছে। বৃষ্টি থামলে গর্ত থেকে জল নামতে লেগে যায় অনেক সময়। প্যাচপ্যাচে কাদা দোসর হয়ে তখন নরকযন্ত্রণা বাড়িয়ে তোলে। কবে রাস্তা ঠিক হবে, সেটাই এখন বড় প্রশ্ন সব পক্ষের। জানা গিয়েছে, বছর খানেক ধরে অ্যাকোয়াটিকা থেকে হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ পর্যন্ত এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। ক্রমশ রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে। বর্ষা নামতেই ছোট গর্ত বড় হয়েছে। এক পশলা বৃষ্টি হলেই জলে টইটুম্বুর হয়ে যায় সেগুলি। এই রাস্তা দিয়ে অটো, বাইক সহ নানা যানবাহন চলাচল করে। নিউটাউন লাগোয়া এলাকার এমন অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অটো, বাইক যেতে গিয়ে অনেক সময় গর্তে চাকা পড়লেই সেই কাদা ও নোংরা জল ছিটে আসছে পথচারীদের গায়ে। প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। পঞ্চায়েতের তরফে বেশ কয়েকবার রাবিশ ফেলে অবস্থার মোকাবিলা করা হয়েছে। কিন্তু সেটা যথেষ্ট হয়নি। এই নিয়ে পঞ্চায়েত প্রধান মৌমিতা নস্কর বলেন, রাস্তা ঠিক করার জন্য হিডকোকে অনুরোধ করা হয়েছিল। তাদের একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এখনও কোনও পদক্ষেপ হয়নি। তবে এবার পঞ্চায়েত থেকে রাস্তাটা চলাচল যোগ্য করে তুলতে উদ্যোগ নেওয়া হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)