• দেগঙ্গায় বাল্যবিবাহের গ্রাফ ঊর্ধ্বমুখী, মোকাবিলায় সেমিনার ব্লক প্রশাসনের
    বর্তমান | ১৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাল্যবিবাহ। গত তিনমাসের পরিসংখ্যান সামনে আসার পরেই তা রুখতে তৎপর হয়েছে প্রশাসন। তাই বৃহস্পতিবার দেগঙ্গার কুমড়াপুর পরশমণি শিক্ষাবিতান হাইস্কুলে কিশোরীদের অভিভাবক, পুলিস ও স্বাস্থ্য আধিকারিক সহ কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার হল। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা ব্লকের সোহাই শ্বেতপুর পঞ্চায়েত এবং নুরনগরের বেশ কিছু গ্রামে বাল্যবিবাহের প্রবণতা বেশি। একদিকে অভিভাবকদের সচেতনতার অভাব, অন্যদিকে পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে এই প্রবণতা বাড়ছে। সরকারি পরিসংখ্যান বলছে, গত তিনমাসে বাল্যবিবাহের হার বেড়েছে। গোটা ব্লকে এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২৩টিতে। সঠিক সময়ে খবর পেয়ে বেশ কয়েকটি বিয়ে রুখেছেন দপ্তরের কর্তারা। তবে এনিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এজন্যই এদিন কুমড়াপুর পরশমণি শিক্ষবিতান হাইস্কুলে আলোচনাসভা করেন প্রশাসনের কর্তারা। এনিয়ে দেগঙ্গার বিডিও ফায়িম আলম বলেন, ব্লকের মধ্যে সোহাই-শ্বেতপুর ও নুরনগর পঞ্চায়েত এলাকায় বাল্যবিবাহের প্রবণতা বেশি। আর বিয়ের কিছুদিন পরই বালিকারা গর্ভবতী হয়ে পড়ছে। এটাও খুবই উদ্বেগের। তাই মূলত অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতেই এদিন আলোচনাসভাটি হয়েছে।
  • Link to this news (বর্তমান)