সংবাদদাতা, বসিরহাট: বাল্যবিবাহ, মানবপাচার প্রতিরোধে বিএসএফ বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করল। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ সীমান্তবর্তী হাকিমপুর হাইস্কুল চত্বরে ১২৪ জন ছাত্রীকে নিয়ে এই কর্মসূচি হয়। মানবপাচার প্রতিরোধে, কালোবাজারি ও বাল্যবিবাহ রুখতে, শিশুশ্রমিক মুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে এদিন আলোচনাসভা করে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের হাকিমপুর বিওপির অ্যান্ট্রি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ চক্রবর্তী, সাতজন সহশিক্ষক, বিএসএফের অ্যান্ট্রি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ইনসপেক্টর নির্মল ঘোষ প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ চক্রবর্তী বলেন, সীমান্তবর্তী এলাকায় গরিবির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি অন্যায় কাজে যুক্ত করছেন যুবকদের। এমন সচেতনতামূলক কর্মসূচি ওই যুবকদের সচেতন করবে। আমরা চাই আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও বেশি করে হোক।