• বর্ষা মিটলেই ২৫ কোটি ব্যয়ে মেরামত হবে তারাতলা রোড, আপাতত চলছে গর্ত ভরাটের কাজ
    বর্তমান | ১৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরা বর্ষায় শহরে রাস্তা মেরামতের কাজ শুরু করল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি)। প্রাথমিকভাবে তারাতলা রোডে কাজ শুরু হয়েছে। বর্ষার পর ২৫ কোটি টাকা খরচ করে তারাতলা রোড স্থায়ীভাবে মেরামত করার কাজ হবে বলে জানা গিয়েছে।

    তারাতলা মোড় থেকে ব্রেস ব্রিজ পর্যন্ত তারাতলা রোডের অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বন্দর কর্তৃপক্ষ। শহরের মোট ৩২টি রাস্তা দেখভালের দায়িত্ব তাদের। সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানান, গত তিন বছরের মধ্যে কলকাতায় সংস্থার আওতায় থাকা রাস্তা রক্ষণাবেক্ষণ ও মেরামত করার কাজে প্রায় ১০০ কোটি টাকা খরচ করা হয়েছে। রাস্তা শক্তপোক্ত করার জন্য এখন ‘কংক্রিট ব্লক’ দিয়ে পাকাপাকিভাবে বাঁধানোর ব্যবস্থা করা হচ্ছে। এতে অন্তত ১০ বছর রাস্তা ঠিক থাকবে। বন্দর এলাকায় তিনটি রাস্তা এই কাজের ফলে সঠিক অবস্থায় আছে বলে বন্দর কর্তৃপক্ষের দাবি। তারাতলা রোডেও আগামী দিনে এই পদ্ধতিতে কাজ হবে। বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পর রাজ্য পূর্তদপ্তর গোটা তারাতলা রোড রক্ষণাবেক্ষণের কাজ করছিল। যেহেতু এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে তাই পিচের তৈরি পথ তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাই এবার পিচের বদলে পেভার ব্লকের মতো দেখতে কংক্রিটের ব্লক দিয়ে রাস্তা তৈরি হবে। যার জেরে পথ হবে টেকসই। ধস নামার বা ভাঙার সম্ভাবনা তেমন থাকবে না। 

    সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুরসভার বৈঠক হয়। সেখানে বন্দরের আওতাধীন শহরের রাস্তাগুলির বেহাল দশা নিয়ে আলোচনা হয়। কোথায় কোন রাস্তার অবস্থা খারাপ, পুলিসের দেওয়া সেই তালিকা পুরসভা বন্দরের হাতে তুলে দেয়। সেই অনুযায়ী, এবার কলকাতা বন্দর সেই রাস্তাগুলি সারাইয়ের কাজে হাত দিচ্ছে। আপাতত লাগাতার বৃষ্টি চলছে বলে স্থায়ীভাবে রাস্তা তৈরি সম্ভব হচ্ছে না। বর্ষা শেষ হলে পাকাপাকিভাবে কাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
  • Link to this news (বর্তমান)