নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কলেজে পুলিস পিকেট রাখার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ সাউথ ক্যালকাটা ল’ কলেজ। তাদের বক্তব্য, আপাতত পুলিস পিকেট বসানো হোক। পাশাপাশি ছাত্র সংসদের নির্বাচন না হওয়া পর্যন্ত যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হোক কলেজে। কলেজের এই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আগামী ২৪ জুলাইয়ের
মধ্যে এই বিষয়ে রাজ্যকে বক্তব্য জানাতে হবে। বৃহস্পতিবার
শুনানি চলাকালীন বিচারপতি সেনের মন্তব্য, ‘আমরা চাই না কলেজের ভিতরে পুলিস মোতায়েন করা
হোক। কলেজের বাইরে সাময়িকভাবে রাখা যেতে পারে। কিন্তু শিক্ষাঙ্গনের মধ্যে পুলিসের প্রবেশ ভালো
দেখায় না। ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষী থাকতে পারে।’ কলেজের আইনজীবী জানান, যতদিন না নতুন নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হচ্ছে, ততদিন পুলিস মোতায়েন রাখা হোক।
বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষকে কসবা থানায় আবেদন করতে