• বাঁশদ্রোণীতে ‘ভাঙন’, গাছ উপড়ে ধসল রাস্তা-পাঁচিল
    বর্তমান | ১৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের নীচে আদিগঙ্গার পাড়ে ভাঙন। ভূমিধসের জেরে বুধবার ভেঙে পড়ে একটি বটগাছ। তার ফলে নদীর পাড়ের পাঁচিল ও রাস্তার একটি অংশও ভেঙে পড়ে টালিনালার জলে। গাছ কাটার কাজ করছে সেচদপ্তর। রাস্তার একাংশ ভেঙে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

    বাঁশদ্রোণী মেট্রো স্টেশনের নীচ দিয়ে প্রবাহিত টালিনালা। সেখানে আদিগঙ্গায় ড্রেজিংয়ের কাজ হয়েছে। তোলা হয়েছে পলি। নদীর পাড়ে থাকা বটগাছটি বুধবার আচমকা মাটি থেকে উপড়ে জলে গিয়ে পড়ে। তারপর বৃহস্পতিবার সকালে গাছ সংলগ্ন টালিনালার পাড়ে থাকা একটি পাঁচিল ভেঙে আদিগঙ্গায় পড়ে গিয়েছে। সেই সঙ্গে গঙ্গার পাড় বরাবর রাস্তার ধারের একটা অংশও জলে তলিয়ে গিয়েছে। ভূমিধসের জেরে এই ঘটনা বলে অনুমান। অনুপ ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গাছ ভেঙেছে। টালিনালার পাড়ের কংক্রিটও ভেঙে জলে পড়েছে। তখনই গর্ত তৈরি হয়েছিল। এখন রাস্তার ধারেও ধস নেমেছে। পাঁচিল সমেত রাস্তা জলে তলিয়েছে। রাস্তার ধার বরাবর ভাঙছে। অবিলম্বে ঠিক করা জরুরি। না হলে রাস্তায় আরও ধস নামতে পারে।’ কলকাতা পুরসভা জানিয়েছে, যেহেতু টালিনালা সেচদপ্তরের অধীন। তাই গাছ কাটার কাজ তারা শুরু করেছে। পাড় বা রাস্তা ভাঙার বিষয়টি নজরে এসেছে। এখন বৃষ্টি হচ্ছে। ফলে মাটি আলগা হয়ে গিয়ে সম্ভবত নেমেছে ধস। তাই রাস্তার একাংশও ভেঙে গিয়েছে। তা মেরামতের ব্যবস্থা হবে। ১১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রায় বলেন, ‘ইতিমধ্যেই গাছটি কাটা হচ্ছে। ওখানে টালিনালার পাড়ে একইরকমভাবে আরও একটি গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেটিও কাটা দরকার। রাস্তা যেখানে ধসে গিয়ে জলে পড়েছে, সেই অংশ ঠিক করা হবে। আদিগঙ্গার পাড়ও ঠিক করা হবে।’
  • Link to this news (বর্তমান)