কড়েয়ায় বেআইনি কল সেন্টারে হানা দিল লালবাজার, পুলিসের জালে ১০
বর্তমান | ১৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি কল সেন্টারের পর্দা ফাঁস কড়েয়ায়। কড়েয়া থানার ৩বি চামরু খানসামা লেনে এক আবাসনের পাঁচতলায় অভিযান চালিয়ে বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে হাতেনাতে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে লালবাজার। কলকাতা পুলিসের জালিয়াতি দমন শাখার গোয়েন্দাদের এক টিম বুধবার গভীর রাতে এই অভিযানে নেমেছিল।
ধৃতদের কাছ থেকে লালবাজার ১৮টি মোবাইল, ৬টি ল্যাপটপ, ২টি রাউটার সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। এদিকে, বৃহস্পতিবার দুপুরে ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে আদালত তাঁদের ২৫ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে পাঠিয়েছে।