• Breaking News LIVE: আজ রাজ্যে প্রধানমন্ত্রী, দুর্গাপুরে রয়েছে জনসভা
    এই সময় | ১৮ জুলাই ২০২৫
  • এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা, যার বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছিল তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ। একটি তদন্ত কমিটির ফলাফলকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

    পহেলগামে হামলা চালানো লস্কর-ই-তৈবার শাখা দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট-কে ‘বিদেশি জঙ্গি সংগঠন’ বলে ঘোষণা করেছে আমেরিকা। এই সিদ্ধান্তকে স্বাগত জানাল নয়াদিল্লি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির কথা মনে করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

    ফের দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি। শুক্রবার একসঙ্গে ২০টি স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে এসেছে ই-মেল। চলতি সপ্তাহে এই নিয়ে এটি ১১তম ঘটনা।

    তৃণমূলের ২১শে জুলাই কর্মসূচির স্থান এবং সময় পরিবর্তন নিয়ে বিশেষ পর্যবেক্ষণ আদালতের। আগামী বছর থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের সভা হবে কি না সেই নিয়ে আজ হতে পারে সিদ্ধান্ত। কলকাতা পুলিশের সব বিজ্ঞপ্তি কোর্ট দেখতে চেয়েছে।

    বাংলাদেশে ফেরার পথে মুড়িগঙ্গা নদীতে ধীরে ধীরে ডুবতে শুরু করেছে ছাই বোঝাই একটি পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার বিকেলে নামখানার কাছাকাছি এই ঘটনা ঘটেছে। জাহাজটির নাম এমভি সোহান মালতি। জানা গিয়েছে, তিন দিন আগে কলকাতা বন্দর থেকে ছাই বোঝাই করে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। কোনও কারণে জাহাজটির নিচের অংশে ফুটো হয়ে যায়। সঙ্গে সঙ্গে জাহাজে জল ঢুকতে শুরু করে।

    গোরুমারা জঙ্গল সংলগ্ন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই জলঢাকা নদীর চরে হাতির দেহকে ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে এলাকাবাসীরা হাতির দেহটিকে পড়ে থাকতে দেখেন। প্রাথমিক অনুমান, বাজ পড়ে হাতিটির মৃত্যু হয়েছে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় থাকছেন না দিলীপ ঘোষ। জানালেন, তাঁকে প্রধানমন্ত্রীর সভায় ডাকা হয়নি। প্রধানমন্ত্রীর রাজ্যে আসার দিনই দিল্লি রওনা দিলেন দিলীপ ঘোষ। বলেন, ‘পার্টির কাজে যাচ্ছি।’

    ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের পর এ বার দক্ষিণবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে জনসভা করবেন মোদী। তার আগে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারে বারে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলেছে। বঞ্চনার জবাব দিতে বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে বিদ্যুৎ, রেল , সড়ক ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পে ৫ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

  • Link to this news (এই সময়)