• শিয়ালদহ শাখায় চালু নয়া ৫ EMU লোকাল
    এই সময় | ১৮ জুলাই ২০২৫
  • এই সময়: দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ শাখায় পাঁচটি ইএমিউ লোকাল চালুর কয়েক দিনের মধ্যে আরও পাঁচটি লোকাল চালুর কথা ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

    নতুন ট্রেনগুলির মধ্যে তিনটি চলবে ডায়মন্ড হারবার শাখায়, আর দু’টি বারাসত-বসিরহাট শাখায়।

    ডায়মন্ড হারবার রুটের তিনটি ট্রেনের মধ্যে একটি লোকাল ভোর ৫টায় সোনারপুর ছেড়ে সকাল ৬টা ০৫-এ ডায়মন্ড হারবারে পৌঁছবে।

    একটি ট্রেন সকাল সাড়ে ছ’টায় ডায়মন্ড হারবার ছেড়ে সকাল ৭টা ৫৬–য় বালিগঞ্জ স্টেশনে পৌঁছবে এবং আরও একটি ট্রেন সকাল ৮টা ১৪ মিনিটে বালিগঞ্জ ছেড়ে ৮টা ৩৩-এ সোনারপুরে পৌঁছবে।

    অন্য দিকে, বারাসত-বসিরহাট রুটের দু’টি ট্রেনের একটি সকাল ৬টা ২৪–এ বারাসত ছেড়ে ৭টা ২৫-এ বসিরহাট পৌঁছবে। ওই ট্রেনটিই সকাল ৭টা ৩৫-এ বসিরহাট ছেড়ে ৮টা ৩৭-এ বারাসত পৌঁছবে। রেলের আশা, অতিরিক্ত পাঁচটি ট্রেন কিছুটা হলেও যাত্রীদের ভিড় সামলাতে সাহায্য করবে।

  • Link to this news (এই সময়)