• জনশতাব্দীর ধাক্কায় খড়গপুরে মৃত্যু ৩ হাতির, ক্ষুব্ধ বন দপ্তর
    প্রতিদিন | ১৮ জুলাই ২০২৫
  • সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম রেঞ্জে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। এবার ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাঁশতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু। ক্ষুব্ধ বনদপ্তর।

    জানা যাচ্ছে, বাঁশতলার কাছে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেই এলাকার তিন দিকে জঙ্গল। বৃহস্পতিবার গভীর রাতে ওই রেললাইন পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হাতির দল। ঠিক সেসময় দ্রুতগতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেস তিনটি হাতিকে ধাক্কা মারে। লাইনের উপরই পড়ে মৃত্যু হয় হাতিগুলির। তিনটি হাতির মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং দুটি হস্তিশাবক ছিল।
  • Link to this news (প্রতিদিন)