• দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশি সন্দেহে ধৃত দম্পতি, পুলিশি হেফাজত স্বামীর, জেলে স্ত্রী
    আনন্দবাজার | ১৮ জুলাই ২০২৫
  • দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হওয়া দম্পতির মধ্যে একজনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বালুরঘাট আদালত। অপর ধৃতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তাঁদের পাকড়াও করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ধৃতদের হিলি থানার পুলিশের হাতে তুলে দেন বিএসএফ জওয়ানেরা।

    মঙ্গলবার হিলি সীমান্তে টহলদারির সময়ে প্রথমে জয়নাব বিবি নামে এক মহিলাকে দেখতে পান বিএসএফ জওয়ানেরা। হিলির চকগোপাল গ্রামের কাছে একটি বেড়াবিহীন এলাকা দিয়ে তিনি আন্তর্জাতিক সীমান্ত পার করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই সময়েই তাঁকে পাকড়াও করেন জওয়ানেরা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা স্বীকার করেন, ১৯৯০ সালে স্বামী শেখ ইমরানের সঙ্গে তিনি ভারতে এসেছিলেন। ছত্তীসগঢ়ের রায়পুরে ওই দম্পতি থাকতে শুরু করেছিলেন।

    ওই সূত্রের আরও দাবি, রায়পুর পুলিশ অবৈধবাসীদের চিহ্নিত করার কাজ শুরু করতেই তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, জয়নাবের আগেই সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন ইমরান। স্ত্রীর ধরা পড়তেই তিনি ফিরে আসেন এবং বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন। বুধবার আদালত চত্বর থেকে পুলিশের গাড়িতে তোলার সময় ইমরান দাবি করেন, ১৯৯৬ সাল থেকে তিনি ভারতে রয়েছেন। প্রায় ৩০ বছর ধরে তিনি এ দেশে রয়েছেন বলে জানান।

    এ বিষয়ে সরকারি আইনজীবী শিবাজি সিংহরায় জানান, এই দম্পতি ১৯৯০ সালে বাংলাদেশ থেকে ছত্তীসগঢ়ের রায়পুরে গিয়ে থাকতে শুরু করেছিলেন। দীর্ঘদিন ধরে সেখানেই ছিলেন। আইনজীবী বলেন, “এদের কাছে ভারতীয় সব নথিপত্রই রয়েছে, কিন্তু আসলে এরা বাংলাদেশি। হিলি সীমান্ত পার করে বাংলাদেশে যাওয়ার সময়ে প্রথমে মহিলা ধরা পড়েন। তাঁর সূত্রে আবার ওই ব্যক্তিও ধরা পড়েন। ধৃত ইমরানের ভারতীয় পাসপোর্টও রয়েছে। তবে সেটি ভুয়ো নথি। তথ্য যাচাই করা হবে। প্রাথমিক ভাবে এটি প্রমাণিত যে এরা বাংলাদেশি।”
  • Link to this news (আনন্দবাজার)