রাজ্যের সড়কগুলিতে কেন ‘ইন্ডিয়ান রোড কংগ্রেস’ নির্ধারিত রঙের বদলে নীল-সাদা রং ব্যবহার করা হচ্ছে, সে ব্যাপারে রাজ্যের মুখ্যসচিবের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, এ ব্যাপারে মুখ্যসচিবকে হলফনামার আকারে রিপোর্ট দিতে হবে। চার সপ্তাহ পরে ফের শুনানি হবে মামলার। সড়কের রঙের বিধি নিয়ে এ দিন আদালতে তিরস্কারের মুখে পড়েছে রাজ্য।
এ দিন রাজ্যের কৌঁসুলি প্রশ্ন তোলেন যে মামলায় রাজ্যকে যুক্ত করা হয়নি। তার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ বলে, ‘‘এই পদের ছুতো অজুহাত দেখিয়ে চালাকি করবেন না। মামলায় মুখ্যসচিবকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী মামলায় যুক্ত আছেন।’’ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে রাজ্যের দৃষ্টি সঙ্কীর্ণ। মনে রাখতে হবে, মুখ্যসচিব শুধু কলকাতার নন, গোটা রাজ্যের মুখ্যসচিব।
প্রসঙ্গত, ‘ইন্ডিয়ান রোড কংগ্রেস’ (আইআরসি) দেশের সড়ক নির্মাণ এবং চিহ্নিতকরণের সর্বোচ্চ সংস্থা। তাদের নিয়মে সড়কে চিহ্নিতকরণের জন্য হলুদ এবং কালো রঙের ব্যবহার করার কথা বলা হলেও এ রাজ্য ‘নীল-সাদা’ রং ব্যবহার করে। ‘নীল-সাদা’ রং রাতে দৃষ্টিবিভ্রম ঘটিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে, এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় এ দিন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য নির্দিষ্ট ভাবে চিহ্নিতকরণ জরুরি। যদি আইআরসি-র বিধি মানুষের পক্ষে কল্যাণকর হয় তা হলে তা না-মেনে চলার কোনও ব্যাখ্যা থাকতে পারে না। আইআরসি-র নিয়ম হালকা ভাবে উড়িয়ে দেওয়া যায় না।