• ডিগ্রি পেয়েও ‘নড়বড়ে’ বহু জুনিয়র চিকিৎসক, ক্ষুব্ধ স্বাস্থ্য অধিকর্তা
    আনন্দবাজার | ১৮ জুলাই ২০২৫
  • ডিগ্রি মিলেছে। অথচ, সেই জুনিয়র চিকিৎসক সিজ়ার পর্যন্ত করতে পারছেন না। তাই ইন্টার্নশিপের শংসাপত্রে সই করার আগে সব কিছু ভাল ভাবে দেখে নিতে হবে সিনিয়র চিকিৎসকদের। বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের এক অনুষ্ঠানে এসে এমনই উষ্মা প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্য অধিকর্তা।

    সামগ্রিক ভাবে জুনিয়র চিকিৎসকদের একাংশের প্রতি খোদ স্বাস্থ্য অধিকর্তার এ হেন ‘অভিযোগ’ নিয়ে জল্পনা শুরু হয়েছে স্বাস্থ্য শিবিরের অন্দরে।এ দিন এন আর এসে ‘মেডিক্যাল এডুকেশন ডে’ উদ্‌যাপনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। তিনি জানান, অনেকেই ইন্টার্নশিপ শেষ করে ডিগ্রি পেয়ে যাচ্ছেন। কিন্তু পরে দেখা যাচ্ছে, তিনি সামান্য সিজ়ারও করতে পারছেন না। ওই কর্তার আরও অভিযোগ, এমনও জুনিয়র চিকিৎসক আছেন, যাঁরা প্রসূতিরপ্রসব যন্ত্রণা দেখে ভয় পেয়ে লেবার রুম থেকে পালিয়ে যাচ্ছেন। স্বপনের কথায়, ‘‘এমন করলে চলবে কী করে? আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেসুরক্ষিত করতে হবে। না দেখে ইন্টার্নশিপ সার্টিফিকেটে সই করবেন না।’’

    অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্য অধিকর্তা আরও বার্তা দেন, জুনিয়রদের হাতেকলমে শেখার উপরেজোর দিতে হবে। এন আর এসের অধ্যক্ষ ইন্দিরা দে বলেন, ‘‘যথার্থই বলেছেন স্বাস্থ্য় অধিকর্তা। চিকিৎসাবিজ্ঞান ক্রমশ উন্নত হচ্ছে। চিকিৎসা পরিকাঠামোরও উন্নয়ন হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টির উপরে গুরুত্ব সহকারে নজর দিতে হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)