• লিগে ফের বিধ্বস্ত মহমেডান
    আনন্দবাজার | ১৮ জুলাই ২০২৫
  • তিন ম‌্যাচ হয়ে গেলেও কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে এখনও জয়ের মুখ দেখল না মহমেডান স্পোর্টিং ক্লাব। পরপর দু’ম‌্যাচে হারতে হল লালথানকিমাদের। বৃহস্পতিবার খিদিরপুরের নওবা মেইতেইয়ের হ‌্যাটট্রিকের সৌজন‌্যে ২-৩ গোলে পরাস্ত হল মহমেডান।

    প্রথমার্ধে ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে খিদিরপুরকে এগিয়ে দেন নওবা। ৮২ মিনিটে আদিসন সিংহের গোলে সমতায় ফেরে মহমেডান। শেষ পর্যন্ত সাদা-কালো সমর্থকদের আশায় জল ঢেলে দেন নওবা।

    লিগের অন‌্য ম‌্যাচে ভবনীপুর এফসি ৩-০ গোলে হারিয়েছে উয়াড়িকে। রেনবো ৩-০ গোলে জয় পেয়েছে কলকাতা পুলিশের বিরুদ্ধে।
  • Link to this news (আনন্দবাজার)