• মাথার দাম ছিল ২ লক্ষ, আত্মসমর্পণ করলেন মালদার তৃণমূল কাউন্সিলার খুনে অভিযুক্ত সেই বাবলু
    এই সময় | ১৮ জুলাই ২০২৫
  • মালদার তৃণমূল কাউন্সিলার বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল ‘ভাড়াটে খুনি' বাবলু যাদবের দিকে। প্রায় সাত মাস পলাতক ছিলেন এই অভিযুক্ত। তাঁর হদিশ পাওয়ার জন্য দু লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। শুক্রবার বেলা ১১টা নাগাদ মালদা আদালতে আত্মসমর্পণ করেন এই বাবলু। পুলিশের সন্দেহ, বাবলা সরকারকে খুনের পরেই বিহারে গা ঢাকা দিয়েছিলেন বাবলু। কাউন্সিলার খুনে আগেই আট জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সংখ্যা এ বার বেড়ে দাঁড়াল নয়।

    গত ২ জানুয়ারি ইংরেজবাজার পুরসভার মহানন্দাপল্লি এলাকায় এলোপাথাড়ি গুলি চালানো হয়েছিল তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা কাউন্সিলার বাবলা সরকারের উপরে। তাঁকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল ইংরেজবাজার টাউনের তৃণমূলের সভাপতি তথা সংশ্লিষ্ট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি এবং এক সময়ের বাম নেতা স্বপন শর্মাকে। এই নরেন্দ্রনাথকে দল থেকে বহিষ্কারও করেছিল তৃণমূল। এ বার বাবলু যাদবের আত্মসমর্পণের পরে কি নয়া মোড় নেবে এই মামলা? উঠছে প্রশ্ন।

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে দিয়ে বাবলা সরকারের বাড়িতে গিয়েছিলেন এবং দেখা করেছিলেন তাঁর স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে। তিনি স্পষ্ট বার্তা দেন, কাউকে রেয়াত করা হবে না। পুলিশকেও দ্রুত পদক্ষেপ করার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি।

  • Link to this news (এই সময়)