• ময়নাগুড়ির রেশন ডিলারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, করা হল শোকজ
    বর্তমান | ১৮ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: কিছুদিন আগেই ময়নাগুড়ির সাপটিবাড়ি এলাকায় রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ ছিল মেয়াদ উত্তীর্ণ আটা বিলি করার। সেই বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তও শুরু হয়। এরপর আজ শুক্রবার ময়নাগুড়ি খাদ্য দপ্তরের পরিদর্শক রাজেশ পণ্ডিত বলেন, যে রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার সত্যতা প্রমাণিত হয়েছে। তদন্তে বেশ কিছু তথ্যও উঠে এসেছে। যে মেয়াদ উত্তীর্ণ আটা তিনি বিলি করছিলেন সেগুলি তিনি বাড়িতেই রেখে দিয়েছিলেন বলে অভিযোগ। এর আগে সেগুলি বিতরণ করেননি। যেদিন ঘটনা হয়েছিল সেদিন থেকেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)