• একুশের সভা ঘিরে হাইকোর্টের একাধিক শর্ত, ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল
    বর্তমান | ১৮ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল আটটার মধ্যে সমস্ত মিছিলকে পৌঁছতে হবে সভা মঞ্চে। কলকাতা হাইকোর্ট এবং উত্তর কলকাতার কোনও অফিসের পাঁচ কিলোমিটারের মধ্যে যানজট করা চলবে না। এই শর্তে ধমর্তলার ভিক্টোরিয়া হাউজের সামনে একুশে জুলাইয়ের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি গোটা কলকাতা শহরের পরিবহণ ব্যবস্থা যাতে কোনওভাবে বাধাপ্রাপ্ত না হয় তাও কলকাতা পুলিসকে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সূত্রের খবর, সিঙ্গল বেঞ্চের শুক্রবারের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল ও রাজ্য সরকার। আজই ডিভিশন বেঞ্চে আবেদন করা হতে পারে।

    এই একুশে জুলাইকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও সেই আবেদন মান্যতা পায়নি আদালতে। সোমবার তৃণমূলের মেগা কর্মসূচি ধর্মতলার বুকে। সমাবেশ কেন্দ্রিক প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মঞ্চ বাঁধার কাজ চলছে পুরোদমে। ধমর্তলার ভিক্টোরিয়া হাউসের সামনে শতাধিক কর্মী দিন-রাত কাজ করছেন মঞ্চ তৈরি এবং পার্শ্ববর্তী অংশ সাজিয়ে তুলতে। মূল মঞ্চ ছাড়াও আরও দু’টি মঞ্চ তৈরি হচ্ছে। একটি মঞ্চে বসবেন পুরসভা ও পঞ্চায়েত স্তরের বাছাই করা জনপ্রতিধিরা। আরও একটি মঞ্চে শিক্ষকদের বসার ব্যবস্থা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)