পার্টি অফিস তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ঘোলায়, হাতাহাতি
বর্তমান | ১৮ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি জমি দখল করে বিজেপির পার্টি অফিস তৈরির চেষ্টা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ঘোলায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রতিবাদে সোদপুর-মধ্যমগ্রাম রোডের বোর্ডঘর এলাকায় পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা।সেই অবরোধকে কেন্দ্র করে নতুন করে দু’পক্ষের গোলমাল হয়। রাস্তায় যান চলাচল আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ বারাকপুর থানার পুলিস। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুই দলের কর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জানা গিয়েছে, এদিন ভোর থেকে তালবান্দা এলাকায় একটি ঘর করার চেষ্টা করছিলেন বিজেপি কর্মীরা। তৃণমল কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি তা ভেঙে দেন। তানিয়ে ঝামেলা শুরু হয়। উত্তেজনা থাকায় এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে।