• দুর্গাপুরের সভা থেকে সাত প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর, ’২৬ শের ভোটের আগে শিল্প উন্নয়নের বার্তা
    প্রতিদিন | ১৮ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরের সরকারি সভা থেকে শুক্রবার ৫ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে সাতটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী উরজা গঙ্গা প্রকল্পের আওতায় দুর্গাপুর-কলকাতা ১৩২ কিলোমিটার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার জন্য ১৯৫০ কোটি ব্যয়ে ভারত পেট্রোলিয়ামের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প। এছাড়াও ১৫৪৭ কোটি ব্যয়ে রঘুনাথপুর-মেজিয়া DVC তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রন প্রকল্পের শিলান্যাস। এছাড়াও রেল ও সড়কপথের বেশ কিছু প্রকল্পের উন্নয়ন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। মোদির দাবি, এই সব প্রকল্প বাংলায় উন্নয়নের নয়া দিগন্ত খুলবে। 

    প্রশাসনিক সভা থেকে এই সবপ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে মোদি বলেন, “ভারতের উন্নয়নে দুর্গাপুরের বিশেষ ভূমিকা রয়েছে। দুর্গাপুর দেশের শ্রমশক্তির বড় উৎস। বিশ্বজুড়ে বিকশিত ভারত নিয়ে আলোচনা হচ্ছে। ৪ কোটি মানুষ পাকা ঘর পেয়েছেন। অন্ডাল বিমানবন্দরকে উড়ান প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। এক দেশ এক গ্যাস প্রকল্পের সূফল পাচ্ছে বাংলা। বাংলায় ২৫ থেকে ৩০ লক্ষ ঘরে সস্তায় রান্নার গ্যাস পৌঁছেছে। বাংলায় দ্রুত রেল প্রকল্পের উন্নয়ন হচ্ছে। আরও দু’টি রেল ওভারব্রিজ পাবে বাংলা। দ্রুত বিস্তার হচ্ছে কলকাতা মেট্রোর।” এত কিছুর মধ্যেও ইস্পাত নগরী দুর্গাপুরে বন্ধ হয়ে থাকা রাষ্ট্রয়ত্ত্ব কারখানাগুলি খোলার ব্যাপারে কোনও বার্তা দিতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে। যা যুব সমাজের কাছে কিছুটা হতাশার বলেই মনে করছে ওয়াকিবহল মহল। 

    বিহারের সভা সেরে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে পৌঁছান সরকারি সভা মঞ্চে। এদিকে এই সভামঞ্চের পাশেই রয়েছে রাজনৈতিক সভামঞ্চ। ’২৬ শের ভোটের আগে সেই সভা মঞ্চ থেকে মোদি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।
  • Link to this news (প্রতিদিন)