• রাস্তার বালি-পাথর জোগান নিয়ে বিবাদ! মালদহে উদ্ধার বিহারের যুবকের ক্ষতবিক্ষত দেহ
    প্রতিদিন | ১৮ জুলাই ২০২৫
  • বাবুল হক, মালদহ: ফের খুন মালদহে। আত্মীয়ের বাড়িতে এসে খুন বালি ব্যবসায়ী যুবক। উদ্ধার ক্ষত-বিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানা এলাকায় বাংলা-বিহার সংযোগকারী রাস্তায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ।

    মৃত যুবকের নাম আকবর আলি। বয়স ৩৫ বছর। তিনি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ আকবর রতুয়ার বিলাইমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। রাত আটটা নাগাদ তাঁকে ফোন করেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি বলে দাবি। আত্মীয়ের বাড়িতে খোঁজ করা হলে তাঁরা জানান, ৮টা নাগাদই আকবর বাড়ির দিকে রওনা দিয়েছেন।

    যুবকের খোঁজ শুরু করে পরিবার। অবশেষে রাত সাড়ে নটা নাগাদ মহানন্দাটোলা নাকাটি ব্রীজ থেকে প্রায় একশো মিটার দূরে বাংলা-বিহার সংযোগকারী রাস্তার একটি কালভার্টের কাছে আকবরের ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনেরাই। অদূরেই পড়ে ছিল আকবরের বাইক ও মোবাইল ফোন। খবর যায় রতুয়া থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে রতুয়া থানায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ করেছে। তদন্তে নেমে বিহারের আমদাবাদ এলাকার কৌশিক মণ্ডল নামে এক যুবককে পুলিশ আটক করেছে।

    কেন এই খুন? প্রাথমিত তদন্তে পুলিশের অনুমান, রাস্তার কাজে বালি, পাথর সাপ্লাই নিয়ে গণ্ডগোলের জেরে খুনের ঘটনা ঘটেছে। তবে শুধু ব্যবসা সংক্রান্ত গন্ডগোল, নাকি অন্য কোনও কারণে এই খুন। তা খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)