• আবার সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল! কলকাতা-সহ দক্ষিণের জেলায় কবে থেকে বাড়বে ঝড়বৃষ্টি
    আনন্দবাজার | ১৮ জুলাই ২০২৫
  • এখনও রাজ্যের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জেরে রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি চলছে। উত্তরে সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। এই আবহে উত্তর বঙ্গোপসাগরের উপর আবার নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী বুধবার থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    নিম্নচাপের জেরে গত সপ্তাহ থেকে ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ভিজেছে উত্তরও। নিম্নচাপ রাজ্য থেকে সরে যাওয়ার পরে ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। তবে থামেনি। পশ্চিমে বিকানের থেকে পূর্বে কাঁথি, পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে ঝড়বৃষ্টি চলছে। হাওয়া অফিস বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। সে কারণে ২৩ জুলাই থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। অন্য দিকে, আগামী সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য জারি হলুদ সতর্কতা। বাকি জেলায় ঝড়বৃষ্টি চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। আগামী সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি।
  • Link to this news (আনন্দবাজার)