• হাসপাতালে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুর
    আনন্দবাজার | ১৮ জুলাই ২০২৫
  • হাসপাতালের করিডরে পড়ে থাকা এক মৃত ভবঘুরের পা কুকুরে খুবলে খাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। ওই ভবঘুরে মারা যাওয়ার পরে কুকুরে তাঁর পা খুবলে খেয়েছে, না কি কুকুরে খুবলে খাওয়ার পরে তিনি মারা গিয়েছেন, তা নিয়েও ধন্দ রয়েছে। ঘটনার তদন্ত এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ় খতিয়ে দেখার দাবি উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নজরদারি।

    হাসপাতালের ‘অঙ্কোলজি’ বিভাগের কাছে ফাঁকা করিডরে বুধবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মারা যান বলে কর্মীদের একাংশের দাবি। যদিও সেখানে কর্মরত ইলেকট্রিক মিস্ত্রিদের দাবি, তাঁরা বুধবার দুপুরে ওই ব্যক্তিকে জীবিত দেখেছেন। এ দিন ভোরে উপুড় হয়ে তিনি পড়ে ছিলেন। হাঁটুর নিচ থেকে ডান পা কুকুরে খুবলে খেয়েছে বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের থেকে সেই খবর পেয়ে কর্তৃপক্ষ সাফাইকর্মীদের পাঠিয়ে দেহটি মর্গে ময়নাতদন্তে পাঠান।

    হাসপাতালের সুপার তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জয় মল্লিক বলেন, ‘‘ভিডিয়ো ফুটেজ়ে কিছু বোঝা যাচ্ছে না। দেহটি ক্যামেরার নজরের আড়ালে ছিল। তবে কুকুরে খুবলে খেতেও পারে।’’ তিনি জানান, হাসপাতাল চত্বরে প্রায় দেড়শো কুকুর ঘোরে। চিকিৎসকেরাও কুকুরের কামড় খেয়েছেন। এলাকার নিরাপত্তারক্ষীদের শো-কজ় করা হয়েছে।

    এই ঘটনা নিয়ে ‘এক্স হ্যান্ডেলে’ পোস্ট করে সরব হয়েছে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। অতীতে এই হাসপাতালে অস্ত্রোপচারের পরে রোগীর কাটা হাত মুখে করে কুকুর ঘুরেছে বলে অভিযোগ ওঠে। আগেও ভবঘুরে মৃত ব্যক্তির দেহ কুকুরে খুবলে খাওয়ার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ মেডিক্যালে। দার্জিলিঙের সাংসদের কটাক্ষ, ‘‘কী করুণ সরকারি ব্যবস্থা, তা বোঝাই যাচ্ছে।’’ তবে রোগীকল্যাণ সমিতির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘‘ভবঘুরে রোগীদের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এক জায়গায় রাখা হয়। রোগীটি তাদের নজরে ছিল না। বিষয়টি দেখা হচ্ছে।’’
  • Link to this news (আনন্দবাজার)