• ‘লাখ লাখ বাচ্চার ভবিষ্যতও তৃণমূলের দুর্নীতিতে অন্ধকারে...’, শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে চাঁচাছোলা আক্রমণ
    এই সময় | ১৯ জুলাই ২০২৫
  • বাংলায় শিক্ষা দুর্নীতি নিয়ে তৃণমূলকে তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের চাকরি বাতিল থেকে রাজ্যের শিক্ষায় একাধিক কেলেঙ্কারির মামলা নিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করলেন তিনি। দুর্গাপুরের মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন, ‘শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য দায়ী তৃণমূলের দুর্নীতি।’

    দুর্গাপুরের মঞ্চ থেকেই ২৬-এর ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন অস্ত্রে শাসকদলকে আক্রমণ শানাবে বঙ্গ বিজেপি, তাঁরই সাজেশন পেপার এ দিন দুর্গাপুরে পেশ করলেন তিনি।

    ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গ তুলে জোরালো আক্রমণ শানালেন মোদী। তাঁর মুখে শোনা গেল, এ রাজ্যে যুব সমাজের অসহায় অবস্থার জন্য দায়ী রাজ্য সরকারই। তিনি বলেন, ‘এ রাজ্যে যুবসমাজের যা অবস্থা তা বদলাতে হলে দরকার সরকারের পরিবর্তন। প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক সব নষ্ট করে দিচ্ছে এই রাজ্য সরকার। এই যে হাজার হাজার শিক্ষকের চাকরি গেল, তার কারণ তৃণমূলের এই দুর্নীতি। এর জন্য হাজার হাজার পরিবারের উপর সঙ্কট নেমে এসেছে।’

    এই প্রসঙ্গে দুর্গাপুরের মঞ্চ থেকে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষকের অভাবে বর্তমানে স্কুলে যে লক্ষ লক্ষ পড়ুয়া পড়ছে, তাদের ভবিষ্যতও অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন অবস্থা হয়েছে যে কোর্ট পর্যন্ত বলছে এটা সিস্টেমেটিক ফ্রড। তৃণমূল বাংলার যুবসমাজের বর্তমান ও ভবিষ্যৎ-কে সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে।’

    এই পরিস্থিতির সমাধান হিসেবে প্রধানমন্ত্রী তুলে ধরেছেন ডবল ইঞ্জিন সরকারের সুবিধা। তিনি বলেন, ‘এই পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করতে হলে তৃণমূলকে সরান। বিজেপি সরকারে এলেই হবে বাংলার উন্নয়ন।’

  • Link to this news (এই সময়)