আরজি কর থেকে কসবা, নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে যেভাবে টার্গেট করলেন মোদী
আজ তক | ১৯ জুলাই ২০২৫
তৃণমূল সরকারে সুরক্ষিত নয় বাংলার মেয়েরা। দুর্গাপুরের জনসভা থেকে আরজি কর কাণ্ড, কসবা ল'কলেজে গণধর্ষণ কাণ্ড নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু মেয়ে-বোনেদের সম্মান রক্ষায় ব্যর্থই নয়, তৃণমূল অপরাধীদের আড়াল করছে বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
'হাসপাতালেও মেয়ে-বোনরা সুরক্ষিত নয়'
বাংলার মা-বোনেদের সম্মানহানিতে তৃণমূলকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেন তিনি। বলেন, "মা-মাটি-মানুষের সরকার বাংলার মা-বোনের সঙ্গে যা করছে তা বলার নয়। পশ্চিমবঙ্গে হাসপাতালেও মেয়ে-বোনরা সুরক্ষিত নয়। যে রাজ্য থেকে ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি ডাক্তারি পাশ করেছেন, আজ তাঁর জন্মদিনও। সেই বাংলায় আজ হাসপাতালে চিকিসৎকেরাও সুরক্ষিত নয়। আরজি কর কাণ্ডে সবাই দেখেছে কীভাবে তৃণমূল অপরাধীদের আড়াল করেছে। সেই কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরও এক কলেজে আরও একটি মেয়ের সঙ্গে ভয়ঙ্কর অত্যাচার করা হয়। সেখানেও মূল অভিযুক্তর সঙ্গে তৃণমূলেরই যোগ বেরিয়েছে। তৃণমূলের বড় নেতা-মন্ত্রীরা নিপীড়িতাকেই দোষী বলে দাবি করে। এমন অনেক উদাহরণ আছে যা তৃণমূলের নির্মমতার পরিচয় দেয়। বাংলাকে এখান থেকে মুক্তি দিতে হবে।"
শুধু তাই নয়, মুর্শিদাবাদ দাঙ্গা, বাংলায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, বেকারত্ববৃদ্ধি, বাংলা থেকে শিল্প ছেড়ে চলে যাওয়া, চাকরির জন্য বাংলার হাজার হাজার যুবক যুবতীর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাওয়া নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বাংলার সিন্ডিকেট রাজ, তোলাবাজির প্রসঙ্গও তুলে ধরেন।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। প্রকল্পগুলির মোট অঙ্ক ৫ হাজার কোটি টাকারও বেশি।