সংবাদদাতা, ময়নাগুড়ি: গাছ ভেঙে ময়নাগুড়ি শহরে ক্ষতিগ্রস্ত সাতটি দোকান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি বাজার চত্বরে। আজ, শুক্রবার ৪টে নাগাদ ঘটে দুর্ঘটনাটি ঘটে। একটি বহু পুরাতন কৃষ্ণচূড়া গাছ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। কৃষ্ণচূড়ার গাছের পাশে থাকা একটি দোকান পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিস। পাশাপাশি আসেন পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী-সহ অন্যান্য কাউন্সিলররাও। বর্তমানে এলাকার আতঙ্কিত ব্যবসায়ীরা চাইছেন অতি দ্রুত গাছটি কাটার ব্যবস্থা করা হোক। এদিকে এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিয়েছেন।ময়নাগুড়ি বাজার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এলাকার তৃণমূল কাউন্সিলর গোবিন্দ পাল বলেন, যে গাছটি পড়ে গিয়েছে সেটি বহু পুরাতন গাছ। পুরসভা চেষ্টা করছে অতি দ্রুত যেন গাছটিকে কেটে ফেলা যায়। স্বাভাবিকভাবেই বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুরসভার বহু কর্মী আপাতত অকুস্থলে উপস্থিত রয়েছেন। অপরদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বিকেলে বাজারে যখন লোকের সমাগম। তখন একটি গাছ ভেঙে পড়ে। ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। এই ঘটনার পর অন্যান্য দোকান থেকেও বাইরে বেরিয়ে আসেন ব্যবসায়ীরা। গাছ ইলেকট্রিক তারে পড়ে যাওয়ার কারণে একটি ইলেকট্রিক পোলে বিকট শব্দ হয়, আগুন লেগে যায়। দ্রুত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে উপস্থিত হন। ওই বাজারে বিদ্যুৎ পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, বাজারে কিছু পুরোনো গাছ রয়েছে। এই বিষয়ে আমরা পুরসভা ও জেলা পরিষদের সঙ্গে আলোচনা করব। আজ বড়সড় বিপদ হতে পারত। ৭টি দোকানের ক্ষতি হল পুজোর আগেই।