• গুগলে ৫৪ লাখের চাকরি পেলেন জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং ছাত্রী
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাবা আসবাবপত্রের দোকানের সামান্য কর্মচারী, মা গৃহবধূ। খুবই কষ্ট করে পড়াশোনা করেছেন। পারিবারিক অবস্থার কথা ভেবে জলপাইগুড়ি গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তাঁর পড়াশোনার ফি মকুব করে দিয়েছিল। এই বছরই ওই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হয়েছেন শ্রেয়া সরকার। তিনি জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরের বাসিন্দা। এরপরই শুধুমাত্র মেধার জোরে তিনি পেয়ে গেলেন গুগলে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি। বছরে বেতন ৫৪ লক্ষ টাকা! ১৪ জুলাই যোগ দিয়েছেন গুগলের বেঙ্গালুরুর অফিসে। আজ, শুক্রবার ফোনে শ্রেয়া বলেন, ‘গুগলে চাকরি পাওয়া আমার কাছে স্বপ্ন ছিল। এর জন্য অনেক পরিশ্রম করেছি। কলেজে পড়তে পড়তে গুগলে ইন্টার্নশিপ করেছি। বারবার ইন্টারভিউ দিয়েছি। অবশেষে গুগল থেকে প্রি-প্লেসমেন্ট অফার লেটার আসতেই আনন্দে চোখের জল ধরে রাখতে পারিনি। তাঁর কথায়, গুগলের সফ্টওয়ার ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছি। মোটা টাকা বেতন। চাকরি করতে জলপাইগুড়ি থেকে বেঙ্গালুরুতে এসেছি। এটুকু বলতে পারি, নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।শ্রেয়ার সাফল্যে উচ্ছ্বসিত জলপাইগুড়ি গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান সুভাষ বর্মণও। তিনি বলেন, আমাদের কলেজের ছাত্রী হিসেবে ওর জন্য গর্ব তো হচ্ছেই। সবচেয়ে বড় কথা, জলপাইগুড়ি থেকে অতি সাধারণ পরিবারের একটি মেয়ে শুধুমাত্র মেধার জোরে গুগলের মতো সংস্থায় চাকরি পেল। শ্রেয়া আমাদের কলেজের পাশাপাশি জলপাইগুড়িরও মুখ উজ্জ্বল করল।
  • Link to this news (বর্তমান)