অভয়া-কসবা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে খোঁচা মোদির, বিলকিস মনে করাল তৃণমূল
প্রতিদিন | ১৯ জুলাই ২০২৫
সুদীপ রায়চৌধুরী: দেড়মাসের মাথায় বাংলায় এসে ফের তৃণমূলকে নিশানা মোদির। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামের মঞ্চ থেকে নানা ইস্যুতে রাজ্যের শাসক শিবিরকে তোপ দাগলেন তিনি। অভয়া থেকে কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনা, শিক্ষক নিয়োগ দুর্নীতি, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন মোদি (Narendra Modi slams TMC)।
শুক্রবার মোদি বক্তব্যের শুরু করেন বাংলা ভাষায়। দুর্গা, কালীর স্মরণ করে যেন আদ্যোপান্ত ‘বাঙালি’ হওয়ার চেষ্টা মোদির। এরপর উন্নয়নের বার্তা দেন। সবশেষে একাধিক ইস্যুতে তোপ দাগতে শুরু করেন তৃণমূলকে। মোদি বলেন, “মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে পুলিশ পক্ষপাতিত্ব করে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, তৃণমূলের গুন্ডাগিরির জন্যই এখানে উদ্যোগপতিরা আসেন না। তৃণমূলকে সরাতেই হবে। সিন্ডিকেটরাজ দেখেই পালিয়ে যান বিনিয়োগকারীরা। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা সব রসাতলে যাচ্ছে তৃণমূল জমানায়।”
আর জি কর থেকে কসবা আইন কলেজ ইস্যুতে তাঁর তোপ, “বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয়। তখনও দেখা গিয়েছে, কী ভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। এর পর কলেজেও একটা মেয়ের উপর কী ভাবে অত্যাচারা চালানো হল। সেখানে দেখা গেল তৃণমূলের লোকেরা জড়িত।” তৃণমূলের জন্য রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হচ্ছে না বলেই দাবি মোদির। পালটা বিজেপিকে খোঁচা তৃণমূলের। বিলকিস থেকে ওড়িশায় কলেজছাত্রীর মৃত্যু প্রসঙ্গ মনে করাল শাসক শিবির। বলে রাখা ভালো, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলা সফরে নরেন্দ্র মোদি। উন্নয়নকে হাতিয়ার করে ভোটবাক্সকে আরও চাঙ্গা করার কাজ চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। তবে বিজেপি যেন আক্রমণেই বিশ্বাসী। দুর্গাপুরের সভায় মোদির বক্তব্য শোনার পর যেন সেকথা বলছে ওয়াকিবহাল মহল।