সংবাদদাতা, ধূপগুড়ি: সৌর পথবাতি বসানোর কথা রাস্তায়। কিন্তু সেই পথবাতি নিজের বাড়ির উঠোনে বসানোর অভিযোগ বিজেপির নেতার বিরুদ্ধে। ধূপগুড়ির গাদং-১ গ্রাম পঞ্চায়েতের খলইগ্রামে বিজেপি নেতার এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে।
গ্রাম পঞ্চায়েতের আর্থানুকূল্যে গত বছর খলইগ্রামে পথচারীদের সুবিধার্থে ছ’টি সৌর পথবাতি বসানো হয়। কিন্তু ১৫/২৩৭ নম্বর বুথে বিজেপির পূর্ব মণ্ডলের শক্তিকেন্দ্রের প্রমুখ বিপুল রায় সেই পথবাতি নিজের বাড়ির উঠোনে লাগান বলে অভিযোগ। আর তাতেই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, খলইগ্রাম রেলগেট মোড় সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকে। কিন্তু সেখানে আলোকিত না করে বিজেপি নেতার বাড়িতেই সেই পথবাতি বসানো হয়েছে। বাধ্য হয়ে অন্ধকারেই পথ চলতে হচ্ছে পথচারীদের। এলাকার এক ব্যক্তি বলেন, পথবাতি বসানোর সময় আমরা বলেছিলাম, সেটি রাস্তায় বসানো হোক। কিন্তু বিজেপি নেতা সাধারণ মানুষের কথায় পাত্তা দেননি।
উঠোনে পথবাতি লাগালেও সেই পথবাতির আলোয় আলোকিত হচ্ছে রাস্তা, এমনই যুক্তি দিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা বিপুল রায়। তিনি বলেন, রাস্তা ঘেঁষে আমার বাড়ি। এছাড়াও এই দিকে শেষ প্রান্ত। অন্যত্র লাগানোর জায়গা নেই। আর উঠোনের পথবাতির আলো রাস্তায় যাচ্ছেই।
তবে পঞ্চায়েত সদস্য অনিতা বিশ্বাসের স্বামী শ্যামল সরকার বলেন, আমি বিষয়টি দেখব। বাড়ির উঠোনের টিনের বেড়া খুলে দিলে সম্পূর্ণ আলো রাস্তায় পৌঁছে যাবে। শীঘ্রই টিনের বেড়া খুলে দেওয়া হবে। নিজস্ব চিত্র।