• জাতীয় সড়কের জমি দখলমুক্ত করল পুলিস
    বর্তমান | ১৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: জেলাশাসকের কড়া হুঁশিয়ারির পরই জাতীয় সড়কের জমি দখলমুক্ত করল পুলিস। হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে ভবানীপুর ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অধিগ্রহণ করা জমি বেড়া দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। চাষিরা জেলাশাসক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ করেন। হরিশ্চন্দ্রপুর থানাতেও বিষয়টি জানান চাষিরা। বুধবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রিভিউ বৈঠক করেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। দখল হয়ে যাওয়া সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেন। তারপরই হরিশ্চন্দ্রপুর থানার পুলিস জাতীয় সড়কের জমিতে দেওয়া বেড়া সরিয়ে দেয়। ভবানীপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সামসুজ্জোহা, মানোয়ার হোসেন ও মিস্টার হোসেন সহ কয়েকজন চাষির জমির সামনে বেড়া দিয়ে জাতীয় সড়কের জমি ঘিরে নেওয়ার অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। চাষিরা জেলাশাসক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বারস্থ হন। এরপর জেলাশাসকের হুঁশিয়ারির পর পুলিস জমি দখল মুক্ত করে। শুধু চাষি সামসুজ্জোহার জমির সামনের বেড়া সরিয়েছে পুলিস। বাকি চাষিদের জমির সামনে এখনও বেড়া রয়েছে। চাষি মানোয়ার বলেন, একজন চাষির জমির সামনের বেড়া সরিয়েছে পুলিস। মাফিয়াদের ভয়ে বেড়ায় হাত দিতে পারছি না। তারা হুমকি দিচ্ছে। আতঙ্কে রয়েছি। পুলিসকে জানিয়েছি। জাতীয় সড়ক মালদহ ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডু বলেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও জুনিয়ার ইঞ্জিনিয়ারকে বিষয়টি দেখতে বলা হয়েছে। সব জমি দখলমুক্ত করা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)